জাতীয়

ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button