খেলা

নিষিদ্ধ হলেন সিকান্দার রাজা

আইসিসি থেকে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার সিকান্দার রাজ।ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলের জয় নিশ্চিত করেছিলেন রাজা। তবে সেই ম্যাচেই বিপত্তি বাঁধান এই তারকা।
হারারেতে আইরিশ দুই ক্রিকেটারের সঙ্গে প্রথম ম্যাচে তর্কে জড়ান সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের পেসার জশুয়া লিটল ও অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারের সঙ্গে ম্যাচ চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এমনকি ব্যাট হাতে ক্যাম্ফারকে মারতে যান রাজা।
এই ঘটনার জেরে শাস্তি সরূপ দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন রাজা। একই সঙ্গে ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানাও গুনতে হয়েছে এই জিম্বাবুইয়ানকে। অপরদিকে দুই আইরিশ ক্রিকেটারকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সাময়িক নিষিদ্ধ হওয়ায় আজ (৯ ডিসেম্বর) ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টয়েন্টি ম্যাচে দলে নেই রাজা। সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button