আন্তর্জাতিককপ ২৮জাতীয়

কপ-২৮: দুবাইতে শুরু হলো জলবায়ু সম্মেলন

মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক্সপো সিটিতে চলছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ)-এর ২৮তম আসর। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ১৩ দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ১৯৮টি দেশের প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেয়ার কথা রয়েছে।

কপ ২৮

আজ বুধবার ৬ ডিসেম্বর, এই আয়োজনে প্রায় ৯টি ইউনিভার্সিটি অংশগ্রহন করেছে। আজ কপ-২৮ এর প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে ‘‘সেইভ এনার্জি’’।এ সম্মেলনে বিশ্ব নেতারা পরিবেশের দূষণ কমানোসহ জলবায়ুর উন্নতির পথ খুঁজবে।

কপ ২৮

এবারের সম্মেলনের সভাপতি সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী এবং একই সঙ্গে আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নিবার্হী সুলতান আহমেদ আল জাবের।

এদিকে গতকাল Bin Zayed University for humanities এর উদ্যোগে Cop28 এর ষষ্ঠ দিনে হয়ে গেলো Empowering women: soft energy and environmental education for sustainable schools.
এই সেমিনারে আরব আমিরাতের ৫টি সরকারি ও বেসরকারি অর্গানাইজেশন অংশগ্রহণ করেন।

তাদের মূল আলোচনার বিষয় ছিলো
নারী ক্ষমতায়নে করণীয়।

চলতি শতাব্দীতে আরও ১শ আটান্ন মিলিয়ন নারীকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা।

তাই নারীর জীবিকা রক্ষা ও ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে সেমিনারের বক্তারা একমত প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button