আন্তর্জাতিক

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলে হামলার নেতৃত্বদানকারী হামাসের আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে দখলদার দেশটির সামরিক বাহিনী। নিহতের নাম হাইথাম খুজারি। তিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল দাবি করছে ইসরায়েল। খবর আল জাজিরার।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারির ভাষ্যমতে, বিমান হামলায় হামাসের শাতি ব্যাটালিয়নের কমান্ডার হাইথাম খুজারি নিহত হয়েছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে ড্যানিয়েল হাগারি বলেন, গাজা শহরের বাইরে আল-শাতি শরণার্থী শিবিরের আশপাশে হামলায় খুজারি নিহত হয়েছেন।
হাগারি আরও বলেন, ইসরায়েলে হামাসের ৭ অক্টোবর হামলার সময় অভিযান চালানোর জন্য খুজারি দায়ী ছিলেন।
ইসরায়েলের সামরিক বাহিনী পরবর্তী একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা আল-শাতি শরণার্থী শিবিরের আশপাশে অভিযান চালিয়ে যাবে। এবং গতকালের মতো সেনা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের কমান্ডারদের প্রত্যেককে নির্মূল করবে।
গত ১৪ অক্টোবর হামলায় নেতৃত্ব দেওয়া দুই হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছিল ইসরায়েল।

Related Articles

Leave a Reply

Back to top button