ঢাকার তিন আসনে মনোনয়ন বাতিল হলো ১৫ প্রার্থীর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে ঘোষণা হয়েছে ঢাকা ৬ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা। ঢাকা ৬ আসন থেকে দাখিলকৃত ১১টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ২ জন।
সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বাদ পড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন, ফারহানা সাইফ এবং কাগজ অস্পূর্ণতার কারণে হানিফ মৃধা।
ঢাকা ৪ আসন থেকে দাখিলকৃত ১৪টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৪ জন। বাদ পড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন, প্রতিষ্ঠান ঋণ খেলাপির দায়ে মোশাররফ হোসেন, ঋণ খেলাপির দায়ে মো. আলম বতিল, সমর্থন সূচকের জন্য বাতিল আওলাদ হোসেন এবং ঋণ খেলাফির জন্য বাতিল কবির হোসেন।
ঢাকা ৫ আসন থেকে দাখিলকৃত ২২টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৯ জন প্রার্থী। বৈধ হিসেবে বিবেচিত হয়েছে ১০ প্রার্থী। এছাড়া ৩ জনের মনোনয়নে কিছু অসংগতি থাকার কারণে দুই ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে।
বাদ পড়ে যাওয়াদের মাঝে রয়েছেন, ঋণ খেলাফির কারণে বাতিল এস এম লিটন, হলফ নামা ও রিটার্ন না জমা দেওয়ার কারণে বাতিল জাকির হোসেন। এছাড়া মওদুদ আহমেদ, সাইফুল আলম এস এম আরিফুল ইসলাম, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সারোয়ার খান ও মমিন মোল্লা।