আন্তর্জাতিক
৩০ ফিলিস্তিনির বদলে, হামাস ছাড়ল ১০ ইসরায়েলিকে
ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ার প্রেক্ষাপটে আরও ৩০ বন্দিকে মুক্ত করে দিয়েছে ইসরায়েল। অন্যদিনে হামাস মুক্ত করে দিয়েছে তাদের হাতে জিম্মি আরও ১০ ইসরায়েলি। এছাড়া দুই বিদেশি নাগরিককেও মুক্ত করে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৩০ জন নারী ও শিশু।
ফিলিস্তিনিরা আশা প্রকাশ করে যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি বড় অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতাল ঘেরাও করেছে এবং মেডিকেল টিমের কাজ অবরুদ্ধ করেছে।