খেলা
বিশ্বকাপ ব্যর্থতা খুঁজতে বিসিবির তদন্ত কমিটি গঠন
বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে রয়েছেন আকরাম খান ও মাহবুব আনাম।
অনেক প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করেছে সাকিব-মুশফিকরা। জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও, শেষ পর্যন্ত সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
গ্রুপ পর্বে ৯ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবাইকে হতাশ করে টাইগাররা হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের কাছে। ২০০৩ সালের পর এবারের বিশ্বকাপেই সবচেয়ে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। আর এই ব্যর্থতার কারণ খুঁজতে এবার এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলে এসেছে আমূল পরিবর্তন। কোচ, মেন্টর থেকে শুরু করে সকল জায়গাতেই এসেছে পরিবর্তন। আর মাহমুদউল্লাহ, সাকিব ও তাসকিন ইনজুরিতে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষেও তুলনামূলক তরুণ এক দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ, যাকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।