রাজনীতি
বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিলেন সাঈদ খোকন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম মনোনয়ন ফরম গ্রহণ করেন।
পরে সাঈদ খোকন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে ঢাকা-৬ আসনের ভোটারসহ দেশের মানুষের কাছেও দোয়া চান তিনি।