বিনোদনসাহিত্য ও বিনোদন

বিএনএমের মনোনয়ন ফরম নিলেন ডলি সায়ন্তনী

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। পাবনা-২ আসন থেকে লড়বেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে গিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সংগীতশিল্পী।

ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।

এদিন ডলি সায়ন্তনী ছাড়াও আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিএনএমে যোগ দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম সফি মাহমুদ রয়েছেন। এ নিয়ে দলটিতে ছয়জন সাবেক সংসদ সদস্য যোগ দিলেন।

চলতি বছরের ১০ আগস্ট দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button