রাজনীতি

আমেরিকাও চায় নির্বাচন হোক: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। দেশটি সুষ্ঠু নির্বাচন আশা করে। আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিটার হাস ছুটিতে গিয়েছিলেন। সবারই ছুটির প্রয়োজন হয়। ছুটি শেষে ফিরে এসেছেন, তাকে আমরা স্বাগত জানাই।’
নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধুরা সময়ে সময়ে আমাদের পরামর্শ দেন, উপদেশ দেন। যেটা ভালো আমরা সেটা গ্রহণ করি। যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে আমরা পরামর্শ গ্রহণ করেছি। ঠিক তেমনি সহায়ক নির্বাচনের জন্য, অন্যের যদি ভালো উপদেশ থাকে আমরা এটাকে স্বাগত জানাই। বিশেষ করে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা। সম্প্রতি তারা বলছে, সংঘাতমুক্ত নির্বাচন চায়। আমরাও সেটা চাই। কিন্তু সেটা আমরা একা পারব না। আমরা চাইব না, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তবে সহায়কের ভূমিকা পালন করলে স্বাগত জানাব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গত নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আবদুল মোমেন। এর আগে টানা দুই মেয়াদে এ আসনের সংসদ সদস্য ছিলেন মোমেনের অগ্রজ, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত। স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব ও মর্যাদা বহন করে।
সিলেট-১ আসনে মনোনয়ন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি খবুই আনন্দিত। মহান আল্লাহর কাছে শুকরিয়া আাদায় করছি। সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার প্রতি তাদের আস্থা ও বিশ্বাস থাকায় দল ও প্রধানমন্ত্রী আমাকে নৌকায় মনোনীত করেছেন। আমরা উন্নয়নের যে মহসড়কে যাত্রা শুরু করেছি সিলেট আসনে বিজয়ী হলে সেটি আরও বেগবান করব।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার থাকলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। যা প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক। আমাদের দেশের মানুষ শান্তি-শৃঙ্খলা চায়। শেখ হাসিনা হচ্ছেন শান্তির প্রতীক। তাই চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক উন্নত দেশ গড়তে চাই। পাশাপাশি সিলেটকে আলোকিত সিলেট হিসেবে গড়ে তুলতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button