বিয়ের আসরে বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা
থাইল্যান্ডে বিয়ের আসরে স্ত্রীসহ আরও তিন জনকে গুলি করে হত্যা করেছেন বর চাতুরঙ সুকসুক। খবর: বিবিসি’র।
২৫ নভেম্বর, শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। ২৭ নভেম্বর, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, চাতুরঙ সুকসুক একজন প্যারা-অ্যাথলেট ও দেশটির সাবেক সেনা সদস্য।
জানা যায়, শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে ২৯ বছর বয়সি চাতুরং সুকসুক ও ৪৪ বছরের কাঞ্চনা পাচুনথুয়েকের বিয়ে হয়। বিয়ের পর হঠাৎই সেখান থেকে চলে যান কাঞ্চনা। এরপর হাতে একটি বন্দুক নিয়ে বিয়ের আসরে ফিরে আসেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে গুলি করেন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
ওই ব্যক্তি গুলি করার সময় আরও দুজন অতিথি গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
গত বছরই তিনি বৈধভাবে একটি বন্দুক কিনেছিলেন এবং সেটা দিয়েই চারজনকে গুলি করে হত্যা করেছেন তিনি।
পুলিশ বলছে, সে সময় কাঞ্চনা পাচুনথুয়েক কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। তাঁরা আরো প্রমাণ সংগ্রহ করছে এবং শিগগিরই তথ্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।
থাই সংবাদমাধ্যম অনুসারে, বিয়ের আগে চাতুরঙ ও কাঞ্চনা তিন বছর একসঙ্গে ছিলেন।