বিদেশি রাষ্ট্রদূতদের কথা বলতে বারণ নেই
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কথা বলতে বারণ নেই।
আজ সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বারণ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই। আমরা যদি এটা করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। আমেরিকা সবসময় বাস্তববাদী। তবে সাংবাদিকরাই রাষ্ট্রদূতদের কথা বলতে বাধ্য করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সিইসি দেশের রাজনীতি ও অর্থনীতির ওপর বিদেশিদের যে চাপ অনুভব করছেন, তা সরকার অনুভব করছে না বলে জানান তিনি।
এ সময় র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, কোনো একটি দল নির্বাচনে না এলে, এটা তাদের বিষয়। কিন্তু আমার চাই সবাই নির্বাচনে আসুক। আগুন সন্ত্রাস যারা করেছে তারা মাফ চেয়ে নির্বাচনে আসুক আমরা চাই।