খেলারাজনীতি

গণভবন এলাকায় মোবাইল হারিয়ে থানায় জিডি করেছেন সাকিব

মোবাইল ফোন হারিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই ক্রিকেটার।
রোববার (২৬ নভেম্বর) গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সভা শেষে ফেরার পথে মোবাইল হারিয়েছেন বলে বুঝতে পারেন। পরে এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা থানা একটি সাধারণ ডায়েরি করেছেন সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া।
তিনি জানিয়েছেন, ক্রিকেটার সাকিব তার মোবাইল ফোন হারানোর ঘটনায় সন্ধ্যার দিকে একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি গণভবনে এসেছিলেন। সেখানে নাকি রাস্তায় কোনো জায়গায় হারিয়েছেন তা বলতে পারেননি। তবে তার ফোনটি হারিয়েছে নাকি খোয়া গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button