আ. লীগ থেকে প্রথমবারের মতো মনোনয়ন পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন বেশকিছু নতুন ও তরুণ মুখ।
নৌকার নতুন মাঝি হলেন যারা:
চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান রুহেল, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম, ফরিদপুর-৩ শামীম হক, রংপুর-৫ রাশেক রহমান, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মোহম্মদ সাদিক, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, , ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ মোঃ মাইনুল হোসেন খান।
এছাড়া, এবার জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান।
আর চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।