ফিচারবিনোদনশুক্রবারের বিশেষ

নৌকার মনোনয়ন প্রত্যাশী বিনোদন জগতের এক ডজন তারকা!

মনোনয়ন প্রত্যাশী এক ডজন তারকার মাঝে নৌকার মাঝি হচ্ছেন কে কে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন জনপ্রিয় অনেক মুখ। শেষ পর্যন্ত এদের মধ্যে দলীয় মনোনয়ন কারা পাবেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার ২৫ তারিখ পর্যন্ত।

বিনোদন জগতের যেসব তারকা মনোনয়ন প্রত্যাশী:

* চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২) আসন থেকে

* সিমলা (ঝিনাইদহ-১)

* নায়ক মাসুদ পারভেজ রুবেল (-৩)বরিশাল

* সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২

* অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩)

* অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০)

* সিদ্দিকুর রহমান (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১)

* চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩)

* গায়িকা মমতাজ বেগম (মানিকগঞ্জ-২)

* গায়ক এসডি রুবেল ঢাকা-৮

* গীতিকবি সুজন হাজং (নেত্রকোনা-১) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে তারকাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও সুবর্ণা মুস্তাফা। অভিনেত্রী তারানা হালিম এক সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রয়াত সারাহ বেগম কবরী ও আকবর হোসেন পাঠান ফারুক সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন।

চলচিত্র জগতের লাল নীল রঙিন দুনিয়া থেকে একেবারেই মাঠের রাজনৈতিক জগতে তারকারা। কি ভাবছেন নগরবাসী:

নিউজ নাউ বাংলার সঙ্গে এ বিষয়ে আলাপকালে নগরবাসীরা তাদের মতামত জানান।

রাজধানীর উত্তরার তানজিনা আক্তার লিপি বলেন, দেশের রাজনৈতিক কোনো পদে যেতে হলে আগে দেশের মানুষের সেবা করতে হবে। তাই রাজনৈতিক ভাবে আসার আগে প্রয়োজন মানুষের জন্য কাজ করা।

মিরপুর ১২ তে থাকা বেসরকারি স্কুল এ কর্মরত লুবনা হোসেন বিনোদন জগতের তারকাদের আসতে বেশ খুশি। তিনি জানান, বিনোদন জগতের তারকাদের বেশি করে রাজনৈতিক অঙ্গনে আসা উচিত। কারণ দেশের মানুষের অনেকটাই আস্থার জায়গায় রয়েছেন তারকারা।

ক্যান্টনমেন্ট এর ইসিবিতে অবসরপ্রাপ্ত হজরত আলী বলেন, বর্তমানে রাজনীতি আর দুর্নীতি অনেকটাই এক হয়ে যাচ্ছে। সে জায়গায় তারকারা রাজনীতিতে আসলে অনেক ভালো কিছুই হবে বলে মনে করেছেন তিনি।

শিক্ষির্থী শামীমা আফরোজ শিলা এ বিষয়ে একেবারেই হতাশ জানিয়ে বলেন, জনপ্রিয় মুখ হলেই যে দেশের জন্য ভালো কিছু করবে এমন নাও হয়ে পারে। তাই দীর্ঘদিন রাজনীতিতে কাজ করা ত্যাগিরাই নির্বাচনে আসা ভালো বলে মনে করেন তিনি।

এদিকে, তারকাদের মনোনয়ন কেনা’র বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান এক সাক্ষাৎকারে বলেছেন, যারা রাজপথে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলেন, তাদেরই নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করা উচিত। এবারের মনোনয়ন কেনা অনেক শিল্পীই দলের দুঃসময়ে ছিলেন না।

তাই আমি মনে করি, যারা আওয়ামী লীগের খারাপ সময়ে পাশে ছিল, তাদের মনোনয়নপত্র নেওয়া উচিত; কিন্তু যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল।

উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
যা শেষ হয় ২১ নভেম্বর। এবার ৩০০ আসনে দলটির ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button