আন্তর্জাতিক
‘অদ্ভুত’ সাজা: ৩০ মিনিট দেরি করায় ২ ঘন্টা ঘাস কাটার সাজা দুই পুলিশ সদস্যকে !
আসামিদের নিয়ে পুলিশের আদালতে পৌঁছানোর কথা ছিল বেলা ১১টায়। কিন্তু দুই পুলিশ সদস্য পৌঁছান সাড়ে ১১টায়। তারা দেরি করায় ক্ষুব্ধ হন বিচারক। পরে ‘অদ্ভুত’ সাজা হিসেবে পুলিশের ওই দুই সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার সাজ দেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পারবনি জেলায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ সদস্যদের অভিযোগ, এ ধরনের সাজা বেমানান। বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। তিনি সতর্ক করলেও তা পুলিশ কর্মীদের রেকর্ড বুকে‘ ব্ল্যাক স্পট’ হিসেবে বিবেচিত হতো।
ব্রিটিশ আমলেও কোনো বিচারক ঘাস কাটার মতো সাজা পুলিশকে দেননি বলে অভিযোগ তাদের।
তবে এই আদেশ এখনও কার্যকর হয়নি। ঘাস কাটেননি দুই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে, তারা খতিয়ে দেখছেন।