বিনোদনসাহিত্য ও বিনোদন

গোপনে বিয়ে করলেন গায়িকা লিজা

অনেকটা গোপনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন, ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকার।

জানা গেছে, বছরখানেক আগে বিয়ে করেন লিজা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই গায়িকা।

আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় লিজার। এরপর পরিণয় থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে হাজির হন লিজা। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা ছবিতে সবুজ খন্দকারকে দেখা গেছে।

লিজা বলেন, পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি। কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়েছিলাম বিষয়টি আরও কিছুদিন পর জানাবো।

সবুজ অনেক ভালো একজন মানুষ জানিয়ে সবার কাছে দোয়া চান এই তারকা গায়িকা সানিয়া সুলতানা লিজা।

Related Articles

Leave a Reply

Back to top button