ফিচারবিনোদনশুক্রবারের বিশেষ

মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত নতুন চলচ্চিত্র ‘‘ময়না’’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারী

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গণ এখন অনেকটাই প্রতিযোগিতামূলক। অনেক নতুন মেধাবি চলচ্চিত্রকাররা এখন অসাধারণ ছবি নির্মাণ করছে। তেমন-ই একজন মনজুরুল ইসলাম মেঘ। বাংলাদেশে তরুণ চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম তিনি। শুধু দেশেই নয়, চলচ্চিত্র নিয়ে নিজের মেধাকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দ্বারপ্রান্তে। উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। সুনাম বয়ে এনেছেন বাংলা চলচ্চিত্রের জন্য। যদিও মনজুরুল ইসলাম মেঘ নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ‘‘ এখনও শিখছি, চেষ্টা করছি চলচ্চিত্র নিয়ে কিছু করার।’’

সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সিআইএফএফ) এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক হিসেবে অত্যান্ত সফল ভাবে দায়িত্ব পালন করছেন মনজুরুল ইসলাম মেঘ। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার হিসেবে দেশে ও বিদেশে কাজ করছেন।

মনজরুল ইসলাম মেঘ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুবার জুরি দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেই তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি পদে আমন্ত্রণ পেয়ে হ্যাটট্রিক করেছেন তিনি।

মেক্সিকোর ভেরাক্রুজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মরোক্কর অ্যাটলাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের ওড়িশা প্রদেশের নৃত্যম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তিনি এই আমন্ত্রণ পেয়েছেন।

মনজরুল ইসলাম মেঘ

মনজুরুল ইসলাম মেঘ বলেন, গতবছর আমার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’ নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পালন করিনি। এই বছরও আমার দ্বিতীয় সিনেমা ‘হয়ার ইস মাই হোম?’ নির্মাণ নিয়ে ব্যস্থতা যাচ্ছে। তবুও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হওয়ার সম্মতি দিয়েছি।

চলতি মাসের জন্য নতুন খবর হচ্ছে মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত কাব্যিক ডকুমেন্টারী “তুমি সেই রাজকুমার” You are the Prince শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে স্পেন থেকে।  কাব্যিক এই ডকুমেন্টারীর জন্য কবিতা লেখেছেন একুশে পদকপ্রাপ্ত লেখক এবং প্রযোজক নাজমুনন্নেসা পিয়ারি। কবিতায় কণ্ঠ দিয়েছেন নন্দিত অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। ডকুমেন্টারীটি সিনেমাকিং CinemaKing Limited এর নির্মাণ।
মনজরুল ইসলাম মেঘ
মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত এই কাব্যিক ডকুমেন্টারিটি ইতোপূর্বে আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্যসহ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে।
ইতোপূর্বে তিনি ১২ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এগুলো হলো- আমেরিকার শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দক্ষিণ কোরিয়ার অ্যাপোরিয়া ইন্টারন্যাশনাল ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যাল, ফিলিপাইনের পাম্বুজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইতালির গলফ অফ নিওপল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের রাজস্থান প্রদেশের রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মহারাষ্ট্র প্রদেশের রোশানি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং স্প্রাউটিং সিড আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, গুজরাট প্রদেশের নিউ নরমাল আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব, উত্তরাখন্ড প্রদেশের কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিহার প্রদেশের বেত্তিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওড়িশা প্রদেশের নৃত্যম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পশ্চিমবঙ্গের নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এছাড়াও মনজুরুল ইসলাম মেঘ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল দায়িত্ব পালন করেছেন। এসবের মধ্যে উল্লেখ্যযোগ্য- ইতালির ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল নার্তুগান ফিল্ম ফেস্টিভ্যাল এর এশিয়া অঞ্চলের পরিচালক, জর্জিয়ার আন্তর্জাতিক শিশু ও যুব চলচ্চিত্র উৎসব (গোল্ডেন বাটারফ্লাই) এর দক্ষিণ এশীয় সমন্বয়ক, শ্রীলংকার সিরাহুনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সমন্বয়ক, ভারতের আসাম প্রদেশের গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সমন্নয়ক, দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর বাংলাদেশি সমন্বয়ক। কাশ্মীর ওয়ার্ল্ড সিনেমা ফেস্টিভ্যাল এর পরিবেশক, ইন্ডিয়ান চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল এর গুড উইল এম্বাসেডর, বিআইএমএসটিইসি চলচ্চিত্র উৎসব এর সমন্বয়ক এবং সার্ক চলচ্চিত্র উৎসবের কমিউনিকেশন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলা ভাষাভিত্তিক চলচ্চিত্র অনুষ্ঠানের মধ্যে পশ্চিমবঙ্গের সুভাবরী পত্রিকা আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসব। ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত সিনেমা ও ওয়েব সিরিজ রিভিউ প্রতিযোগিতা, আর্টলিট আয়োজিত ন্যাশনাল কন্টেন ফেস্ট প্রভৃতিতে তিনি বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৯ ফেব্রুয়ারী মুক্তি পাবে, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত নতুন চলচ্চিত্র ‘‘ময়না’’। ছবিটি প্রযোজনা করেছেন মো আলিম উল্যাহ খোকন। এতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, জিলানী, শিশির, মমেনা চৌধুরী, সুব্রত, নাদের চৌধুরী, সুচনা শিকদার, খুলিলুর রহমান কাদরী, সিমান্ত, আনোয়ার, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, সুমাইয়া জামান, মন্টু, সোহেল, সাব্বির, নেছার, জেডি পিন্টু, খন্দকার মাহমুদ, হানিফ, শিশু শিল্পী জান্নাতুল ভোর।
মনজরুল ইসলাম মেঘ
দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলেক্টেড হয়েছে ‘‘ময়না’’ সিনেমাটি। এছাড়াও লন্ডন, মরোক্ক, ভারতসহ মোট ৪ দেশের চলচ্চিত্র উৎসবে #ময়না সিলেক্টেড হয়েছে,
চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে মেঘ জানান, ‘‘আবহমান বাংলাদেশের চিরায়ত বাস্তবঘটনার যুদ্ধ জয়ের গল্প রয়েছে এই সিনেমায়। যেখানে খুঁজে পাবেন আপনি নিজে হিরো নাকি ভিলেন। সেইসঙ্গে বাংলা চলচ্চিত্রে প্রথম বার চলচ্চিত্রে পাবেন স্টরিটেলিংয়ে নতুত্ব।’’

 

Related Articles

Leave a Reply

Back to top button