গ্রুপ পর্ব শেষে শীর্ষ ব্যাটার-বোলার
শেষ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের রাউন্ড রবিন লিগ পর্ব। আগামী ১৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনাল জয়ী দল।
গ্রুপপর্বে যেসব ক্রিকেটার ভালো করেছেন, তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে সেরা একাদশ গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলমান বিশ্বকাপে প্রথম দিকে রান কম হলেও পরের দিকে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন ব্যাটাররা। লিগ পর্বের ৯ ম্যাচে ব্যাট করে রান সংগ্রহের শীর্ষে আছেন স্বাগতিক দেশের বিরাট কোহলি।
এছাড়া বল হাতে উইকেট শিকারের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাডাম জাম্পা। তবে বল কিংবা ব্যাট, দুটিতে শীর্ষ দশের মধ্যে নেই বাংলাদেশের কোন ক্রিকেটার।
বিশ্বকাপে গ্রুপ পর্বে শীর্ষ দশ ব্যাটার:
বিরাট কোহলি (ভারত): ৫৯৪ রান
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা): ৫৯১ রান
রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড): ৫৬৫ রান
রোহিত শর্মা (ভারত): ৫০৩ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৪৯৯ রান
রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা): ৪৪২ রান
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৪২৬ রান
শ্রেয়াশ আইয়ার (ভারত): ৪২১ রান
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৪১৮ রান
ডাভিড মালান (ইংল্যান্ড): ৪০৪ রান।
বিশ্বকাপে শীর্ষ দশ উইকেট শিকারি:
এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২২ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা): ২১ উইকেট
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ১৮ উইকেট
গেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা): ১৯ উইকেট
মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা : ১৭ উইকেট
জসপ্রিত বুমরাহ (ভারত): ১৭ উইকেট
মোহাম্মদ সামী (ভারত): ১৬ উইকেট
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড): ১৬ উইকেট
হারিস রউফ (পাকিস্তান): ১৬ উইকেট
বাস ডি লিড (নেদারল্যান্ড): ১৬ উইকেট
রবিন্দ্র জাদেজা (ভারত): ১৬ উইকেট।