সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর ম্যাচের
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তাদের হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে ফাহিমা খাতুনের ওপর আস্থা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই লেগ স্পিনার ডট দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলে দেন এক রান। এক বল ডট দিয়ে আবারও এক রান নেয় পাকিস্তান। শেষ ২ বলে যখন ১ রান প্রয়োজন তখন রান আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান নাশারা সান্ধু। ফলে ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে শুরুতে ব্যাট করে পাকিস্তানের মেয়েরা। নাহিদার করা ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রান তোলে তারা। ৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে শুরু করেন বাংলাদেশের সুবহানা মুস্তারি। কিন্তু পঞ্চম বলে তিনি আউট হওয়ার পর শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ২ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক জ্যোতি। এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানেই থামে পাকিস্তান।
ফারজানা হক-মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেতে পারতেন মুর্শিদা। তবে ৪০ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সুবহানা। এই টপ অর্ডার ব্যাটার ফিরেছেন ১৬ রান করে। শেষ পর্যন্ত জ্যোতির ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলদেশ।
বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। তারা ওপেনিং জুটিতে ৪১ রান তুলেছিল। সিদরা আমিন আউট হয়ে যান ২২ রান করে। এরপর বিসমাহ মারুফ কোনো রান না করেই আউট হন। মূলত এরপরই চাপে পড়ে পাকিস্তান। তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার সাদাফ শামাস। ২৭ রান করে অধিনায়ক নিদা দার। তবে শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় কোনো মতে টাই করে তারা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া খান। একটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন।