খেলা

ম্যাথিউস টুইটে প্রমাণ দিলেন লেট করেননি

অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউট নিয়ে এখন নানা তর্ক বিতর্ক চলছে ক্রিকেট বিশ্বে। কে ভুল আর কে ঠিক তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। নিয়ম না মেনে সাকিবের মানবিক হওয়া উচিত বলে মনে করেন অনেকে।  কিন্তু আসলেই তিনি ফিল্ডে লেট ছিলেন কি না? ম্যাথিউস নিজেই তার টুইটে দুটি ছবি পোস্ট করে সেই প্রমাণ দিয়েছেন।

ম্যাচের পর একটি টুইট করেন অ্য়াঞ্জেলো ম্যাথিউস। যেখানে তিনি দুটো ছবিতে দেখানো হয়েছে যে তিনি সময়ের মধ্যেই ছিলেন। দেখা যাচ্ছে, তাঁর আগে সাদিরা সামারাবিক্রম যখন ক্যাচ আউট হন তখন ঘড়িতে ছিল তিনটে আটচল্লিশ মিনিট ৫০ সেকেন্ড। আর যখন ম্যাথিউসের হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায় সেই সময় ঘড়িতে ছিল তিনটে পঞ্চাশ মিনিট ৪৫ সেকেন্ড। অর্থাৎ, ২ মিনিট হতে বাকি ছিল ৫ সেকেন্ড।

ছবি দুটো পোস্ট করে ম্যাথিউস লেখেন, ‘প্রমাণ দিলাম, ক্যাচ ধরার সময় থেকে হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া পর্যন্ত।’ এরপর অপর একটি টুইটে তিনি লেখেন, ‘চতুর্থ আম্পায়ার এখানে ভুল। ভিডিও প্রমাণে দেখা যাচ্ছে যে আমার হেলমেট খারাপ হওয়ার পর হাতে ৫ সেকেন্ড ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button