বিনোদনসাহিত্য ও বিনোদন

ফিলিস্তিনের জন্য কনসার্ট ‘টু গাজা ফ্রম ঢাকা’

আগামী ২৪ নভেম্বর যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টের আয়োজন করেছে ঢাকার একদল তরুণ।

‘আর্টিস্ট এগেনেস্ট জেনোসাইড’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তারা। এ প্ল্যাটফর্ম থেকে একটি ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন ‘টু গাজা ফ্রম ঢাকা’ শীর্ষক এ আয়োজনে।

২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটির আয়োজন করা হয়েছে। এ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের অসহায় নাগরিকদের খাবার ও চিকিৎসাসামগ্রীর জন্য।

‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে ১৫টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, বাংলা ফাইভ, কার্নিভাল এবং জোয়াদ রেজা চৌধুরী, মাশা ইসলাম, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। কয়েক দিনের মধ্যে দেশের আরও কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা যোগ দেবেন এ আয়োজনে।

কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আয়োজকেরা জানিয়েছেন, এ কনসার্টে গাওয়ার জন্য কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।

কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থসাহায্য করতে চায়, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button