এবার লবণ আমদানির অনুমতি দিলো সরকার
২শ’ ৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হচ্ছে। বাজারে যেন কোনো ঘাটতি না হয় সে জন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র সচিব।
তিনি বলেন, গত ১৫ দিন আগে থেকেই এটার সৃজন (উৎপাদন) শুরু হওয়ার কথা, তো এটা একটু পিছিয়ে গেছে বলেই শিল্প মন্ত্রণালয় হয়ত মনে করেছে যে, পূর্ব সতর্কতা হিসেবে কিছু লবণ আমদানি করে রাখলে যেন কোনো ঘাটতি না হয়, সে জন্য এটা (অনুমতি) দিয়েছে।
তিনি আরও বলেন, গত বছর সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল বলেই কিন্তু কোরবানির ঈদের সময়ও আমদানির অনুমোদন দেওয়া হয়নি। তখন যথেষ্ট লবণ ছিল। কিন্তু যেহেতু এই মৌসুমে প্রাকৃতিক কারণে লবণ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে… সেজন্যই এটা পূর্ব সতর্কতা হিসেবে দেওয়া (আমদানির অনুমতি হয়েছে), যেন বাজারে কোনো ঘাটতি না হয়।