ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব, দলে জায়গা পেলেন বিজয়
ইনজুরির কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সাকিবের জায়গায় শেষ মুহূর্তে দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।
বাংলাদেশ দলে এনামুল হককে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
এর আগে, গতকাল দিল্লিতে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন সাকিব আল হাসান।
ম্যাচ শেষে করানো এক্স-রেতে তার আঙ্গুলে চিড় ধরা পড়ে। এই কারণে আগামী ১১ নভেম্বর পুনেতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না টাইগার অল রাউন্ডার।
জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘ নিজের ইনিংসের শুরুতেই বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন সাকিব। তারপরও আঙ্গুলে ব্যান্ডেজ এবং ব্যাথা নাষক ঔষধ সেবন করে ব্যাটিং করেছেন তিনি। দিল্লিতেই তার আঙ্গুলে এক্স-রে করানো হয়েছে, যেখানে আঙ্গুলের পিআইপি জয়েন্টে চিড় ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
তিনি বলেন,‘ সাকিবের সুস্থ হতে আনুমানিক তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।