বিনোদন

বুবলীর বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ, মুন্নি বললেন আইডি হ্যাক

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর প্রেমের খবরের গুঞ্জণ চলছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই হঠাৎ করে এই গুঞ্জন শুরু হয় ফেসবুকে।
কারন এদিন তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক স্ট্যাটাস। মুন্নির সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, ‌তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।
কিছুক্ষণ পর অবশ্য স্ট্যাটাসটি মুছে দেয়া হয়। তবে স্ট্যাটাস এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ভেসে বেড়াচ্ছে তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নির স্ট্যাটাসের স্ক্রিনশট।
এদিকে, একইদিন আরেক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন মুন্নি। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেয়া হয়েছিল। তিনি লেখেন, ‌আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেয়া হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।
মুন্নির স্ট্যাটাস ঘিরে ফের জল্পনা, বুবলীকেই কেন অস্ত্র হিসেবে বেছে নেওয়া। এমন নানা প্রশ্ন দানা বেঁধেছে। প্রবাদ আছে, ‘যা রটে তার কিছু হলেও বটে’। সময়ই বলে দিবে আসল সত্য।
এদিকে, ফারজানা মুন্নির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

Related Articles

Leave a Reply

Back to top button