বিনোদন

বুবলীকে শয়তান বললেন অপু বিশ্বাস !

‘‘জন্ম, মৃত্যু ও বিয়েসহ সব আল্লাহর হাতে। মাঝখানে প্রেমটা শুধু শয়তানের হাতে।’’ এমনই একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি বুবলিকেই উদ্দেশ্যে করে এমন মন্তব্য অপুর।
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকারেও জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা, ভাবনা নেই তার। নিজের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়েই মনোযোগী থাকতে চান।
এসবের মাঝেই শনিবার (৪ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই রহস্যময় স্টোরি দিয়েছেন এই নায়িকা।
অন্যদিকে শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই বেশ আলোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা বুবলী। যাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যদিও পরে জানা গেছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে।
অপু বিশ্বাস কিংবা বুবলী, একে অন্যেকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন। কখনো প্রত্যক্ষভাবেই দু’জন দু’জনকে কটাক্ষ করেছেন। তাই এবারও ইঙ্গিতটা সেদিকেই যায়।

Related Articles

Leave a Reply

Back to top button