আন্তর্জাতিক

৭ই অক্টোবরের হামলার পুনরাবৃত্তি করবে হামাস

ইসরাইল সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত ৭ই অক্টোবরের হামলার পুনরাবৃত্তির হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা। গাজী হামাদ নামের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন যে- ইসরাইলের আমাদের ভূমিতে কোন স্থান নেই। এই গাজী হামাদ হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক শাখার একজন সদস্য। ২৩শে অক্টোবর একটি লেবানিজ টেলিভিশন সাক্ষাৎকারের সময় এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি।
এতে তিনি বলেন, হামাস ৭ই অক্টোবরের হামলার পুনরাবৃত্তি করবে, যা অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ হিসাবে পরিচিত।
হামাদ আরও বলেন, আল-আকসা ফ্লাড মাত্র প্রথমবার হয়েছে। ইসরাইলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল-আকসা ফ্লাড করার সংকল্প রয়েছে আমাদের। আমাদের শহীদের জাতি বলা হয় এবং আমরা শহীদদের জন্য আত্মত্যাগ করতে পেরে গর্বিত। ইসরাইল এমন একটি দেশ যার আমাদের ভূমিতে কোনো স্থান নেই। আমাদের অবশ্যই সেই দেশটিকে অপসারণ করতে হবে কারণ এটি আরব এবং ইসলামিক দেশগুলির জন্য নিরাপত্তা, সামরিক এবং রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করে এবং এটি অবশ্যই ধ্বংস করতে হবে। ইসরাইলের উপর হামাসের সাম্প্রতিক আক্রমণ ন্যায্য ছিল বলে দাবি করেন হামাদ।
তিনি বলেন, ইসরাইলের অস্তিত্বই তাদের ব্যথা, রক্ত ​​এবং অশ্রুর প্রধান কারণ। সেকারণেই তারা ইসরাইলকে শিক্ষা দিতে চান।

Related Articles

Leave a Reply

Back to top button