আন্তর্জাতিক
যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি নয়: হামাস
হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের আনুমানিক সংখ্যা এখন ২২৬ বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামাস বলেছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি দেয়া হবে না। আর যুক্তরাষ্ট্র বলেছে, তারা যুদ্ধবিরতিকে সমর্থন করে না। মস্কো সফররত হামাস প্রতিনিধি দলের একজন সদস্য বলেছেন, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মুক্ত করা যাবে না।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। রুশ সংবাদপত্র কমারসান্ট আবু হামিদকে উদ্ধৃত করে বলেছে, যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে খুঁজে বের করতে হামাসের সময় প্রয়োজন।
‘তারা কয়েক ডজন লোককে আটক করেছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং গাজা উপত্যকায় তাদের খুঁজে বের করার এবং তারপর তাদের ছেড়ে দিতে আমাদের সময় দরকার,’ হামিদকে উদ্ধৃত করে বলা হয়েছে প্রতিবেদনে।
হামাস এখন পর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে- সবগুলোই ‘মানবিক কারণে’। ২০ অক্টোবর মা-মেয়ে জুডিথ ও নাটালি রানান প্রথম মুক্তি পান। এরপর সোমবার ৮৫ বছর বয়সী ইয়োচেভ লিফসচিৎজ এবং ৭৯ বছর বয়সী নুরিট কুপার মুক্তি পান।
ইসরায়েল বিশ্বাস করে, গাজায় হামাসের হাতে বন্দি থাকা লোকের সংখ্যা ৭ অক্টোবর বন্দি হওয়ার পর থেকে কয়েকবার আপডেট করা হয়েছে। আজ সকালেও একই ঘটনা ঘটেছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আনুমানিক সংখ্যা এখন ২২৬, গতকাল থেকে দুই বেশি।
‘আমরা আমাদের আগের পোস্টে বলেছি, হামাস এ পর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে’ বলেন হাগারি।