আন্তর্জাতিক

সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজাসহ আশপাশে এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৭০৪। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান এ সংঘাতে আহত ১৭ হাজারের বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।
বুধবার (২৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কুদরা জানান, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৪ শিশুসহ ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
তিনি বলেন, ক্রমাগত আক্রমণ এবং গুরুতর সংকটের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিষেবার বাইরে চলে গেছে। হামলা ৫৭টি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু ও ক্ষতিগ্রস্ত করেছে এবং ৭৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলের বিমান হামলায় আল-জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহ’র স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button