খেলা

অষ্টম ব্যালন ডি’অর মেসির হাতে !

মেসির হাতেই যে ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে, খবরটা কিছুদিন আগে একবার জানিয়েছিল ইউরোপের বেশকিছু গণমাধ্যম। তাদের মতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতিস্বরূপ রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতবেন মেসি। তবে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও বলেন, কোনো সন্দেহ ছাড়াই ব্যালন ডি’অর মেসির হাতেই যাওয়া উচিত। ২০২২ বিশ্বকাপে সে যা করেছে সেটা আসলেই অনবদ্য। এটা আমাকে কিংবদন্তি ম্যারাডোনা এবং পেলের বিশ্বকাপ সময়ের কথা মনে করিয়ে দিয়েছিল।
আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। গোল ডটকমের মতে, এখন পর্যন্ত এ দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপ জয়, লিগ ওয়ানে পিএসজির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি মৌসুমে ৩৭ গোল ও ২৫ অ্যাসিস্ট করে ব্যালন ডি’অরের জোর দাবিদার তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button