খেলা

ভারতের বিপক্ষে কি সাকিব খেলবেন?

আগামী বৃহস্পতিবার ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে সাকিবকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কি না, তাই এখন বড় প্রশ্ন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন সাকিব, ম্যাচ শেষ না করেই ছুটতে হয়েছিল হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না সাকিব। তার পেশিতে চিড় ধরা পড়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব, যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়। অবশ্য সে সময় স্ক্যান রিপোর্টে কী এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিবি বোর্ড।

সেই ইনজুরির সর্বশেষ তথ্য জানাল বিসিবি। আজ সোমবার ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানান তিনি। মূলত ম্যাচের আগে আবারো স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সুজন জানান, ‘সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button