জাতীয়

আমি অপরাধ করিনি তাই শঙ্কিত না : ইউনুস

দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে ড. মুহাম্ম দ ইউনুস বলেছেন, ‘আমি অপরাধ করিনি তাই আমি শঙ্কিত না।’
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে অর্থপাচার মামলায় জবাব দিতে দুর্নীতি দমন কমিশনে হাজির হন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গ্রামীণ টেলিকমের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলার তদন্ত করছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। গত ২৭ সেপ্টেম্বর (২০২৩) ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে চিঠি দেন তিনি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) হাজির হতে চিঠিতে বলা হয়েছে।
গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২২ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
এর আগে ২০২২ সালের ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।
অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশির ভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তা-ই নয়, আইএলওতে দেওয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চেয়েছিল সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button