আন্তর্জাতিকজাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডুলাস বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতির শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনের পথে যাওয়ার পুর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

৭৮তম জাতিসংঘের সাধারণ অধিবেশন অংশগ্রহণের পর স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৩ মিনিটে ওয়াশিংটন এর ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে পৌঁছানোর সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবারের সফর সফল করার জন্য নেতাকর্মীরা দিনরাত ভ্যানগার্ড হিসাবে কাজ করেছেন এবং দেশ বিরোধীদের অপপ্রচার সফলতার সাথে প্রতিহত করেছে। এর উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে নির্বাচনের সময় দেশে যাওয়ার নির্দেশ প্রদান করেন। যার যার এলাকায় গিয়ে উন্নয়নের বার্তা ভোটারদের ঘরে ঘরে পৌঁছানোর কথা বলেন।

এ সময় জনগণের ভোটে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে আবারো যুক্তরাষ্ট্র আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button