অর্থ বাণিজ্যলিড স্টোরি

পুঁজিবাজার নিয়ে আবারও স্বপ্ন দেখালেন শিবলী রুবাইয়াত

জাতীয় নির্বাচনের পর দেশের অর্থনীতি আবার চাঙা হবে এবং সেই চাঙা অর্থনীতি থেকে বিনিয়োগকারীরা সর্বোচ্চ সুবিধা লাভ করবেন। নিউজ নাউ বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম এসব কথা বলেছেন। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিকে মসৃণ উল্লেখ করে বুদ্ধিমান বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আরও বিনিয়োগ করার এটাই সেরা সময় বলে মন্তব্য করেন।

দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যখন আস্থার সংকটে ভুগছেন। লেনদেন নিয়মিত কমছে। নিম্নমানের কোম্পানির শেয়ারের দাম বাড়ানো হচ্ছে। ফ্লোরপ্রাইসের কারণে এক বছরের বেশি সময় ধরে ভালো ভালো কোম্পানির শেয়ারের লেনদেন হচ্ছে না। এমনই এক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজার নিয়ে আবারও স্বপ্ন দেখালেন বিএসইসি চেয়ারম্যান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার নিয়ে স্বার্থান্বেষী মহলকে আর খেলার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতন দেখা গেলেও বাংলাদেশে সে ধরনের অস্থিরতা দেখা যায়নি। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে খুব বেশি লাভ করতে না পারলেও বিনিয়োগকারীরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হন, সে জন্য কমিশন সেদিকেই বেশি মনোযোগ দিয়েছে বলে জানান তিনি।

দেশে বৈদেশিক মুদ্রার ঘাটতির প্রসঙ্গে বিএসইসির চেয়ারম্যান বলেন, দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে বৈদেশিক মুদ্রা ব্যবহার করা হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার কিছু ঘাটতি হয়েছে। কিন্তু অদূর ভবিষ্যতে দেশ উপকৃত হবে। অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সময় হতে যাচ্ছে। কারণ শিল্পায়ন আর অবকাঠামো উন্নয়নের সরাসরি ফলাফল দেশের অর্থনীতিতে যোগ হতে থাকবে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, নিয়মনীতি পরিপালনে বিএসইসি আগের চেয়ে আরও কঠোর অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসির আইন, তদারকি ও নজরদারি শাখা সর্বদা সজাগ রয়েছে। ফলে স্বার্থান্বেষী মহলের আর কারসাজি করার সুযোগ নেই।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বিনিয়োগের জন্য সারা বিশ্বে বাংলাদেশ এখন আকর্ষণীয় গন্তব্য। অনেক গবেষণা সংস্থাও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অনেক বিনিয়োগকারী এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চান।

শামীমা দোলা

Related Articles

Leave a Reply

Back to top button