জেলার খবর

বেলকুচিতে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ মিঠু (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর’) রাতে চিকিৎসাধীন অবস্থায় খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর’) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানিয় পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম। মোহাম্মদ মিঠু বেলকুচি পৌর এলাকার রতনকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও বেলকুচি সরকারি কলেজের ছাত্র। স্থানীয় সুত্রে জানাযায়, বেশ কয়েকদিন হলো মিঠু জ্বরে আক্রান্ত ছিল। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করালে তার দেহে ডেঙ্গু জ্বরের জিবানু পাওয়া যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেলকুচি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে মিঠু কয়েকদিন ধরে অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি ছিল। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button