খেলা

ক্রিকেটের সিন্ডিকেট তৈরি হয়েছে; সাকিব-তামিম ইস্যুতে মন্তব্য পাইলটের

 বিশ্বকাপের দল ঘোষণা ও সেখানে তামিম ইকবালের না থাকাটাই জন্ম নিয়েছে নানা বিতর্কের।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তামিম ইকবাল। আর রাতে এক সাক্ষাৎকারে তামিম ও নিজের প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান। তামিম তার ভিডিওতে সরাসরি সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তবে সাকিব আল হাসান তার সাক্ষাৎকারে তামিম ইকবাল প্রসঙ্গে বেশ কয়েককটি মন্তব্য করেছেন।যদিও তিনি দাবি করেছেন, তামিমের বাদ পড়ার বিষয়ে তার কোনো ভূমিকা ছিলে না।
ক্রিকেট নিয়ে এসব বিতর্ক দুটি ভাগ গড়ে দিয়েছে সমর্থকদের মধ্যে।
আর তাই তামিম-সাকিব ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ক্রিকেট বোর্ডের প্রতি নিজের ক্ষোভ জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘আমরা ডিম সিন্ডিকেট, ডাব সিন্ডিকেট শুনি, আমার কাছে মনে হয় ক্রিকেটের সিন্ডিকেট তৈরি হয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে এটা চলছে, এভাবে চললে ক্রিকেটটা ধ্বংসের পথে যাবে।’
প্রসঙ্গত, বুধবার বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button