রাজনীতি
ঢাকা ও নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আজ
সরকারের পদত্যাগ দাবিতে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোাগে দুপুর আড়াইটায় গাবতলী এসএ খালেক প্রোপার্টি চত্বরে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিতব্য সমাবেশ দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি থাকবেন।
এছাড়া বিএনপির শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচা হাই স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে।