খেলা

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠ নামছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে আছে সফরকারী দল নিউজিল্যান্ড। আজকের ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে দূর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপের মুখে রেখেছিলো বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় খেলা আর মাঠে না গড়ায় ফলাফল হয়নি সেই ম্যাচের। দ্বিতীয় ম্যাচটি নিজেদের হাতে রাখতে পারেনি টাইগার দল। তাই ওই ম্যাচে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গিয়ে ৮৬ রানে হেরে যায় বাংলাদেশ।
এদিকে তৃতীয় অর্থাৎ আজকের ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস থাকছেননা দলে। আর লিটনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্কোয়াডের বাইরে থাকা নাজমুল হোসেন শান্তকে। এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
তাসকিনের বদলে বিকল্প হিসেবে থাকছে খালেদ আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।

Related Articles

Leave a Reply

Back to top button