জাতীয়

জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী বানাবেন: বাহাউদ্দীন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী বানাবেন। আগামী নির্বাচন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অধীনেই হবে।

সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এস এম জগলুল হায়দার এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি।

বাহাউদ্দীন নাছিম আরো বলেন, বিএনপি-জামাতের কেউ যদি আবার খুন, বোমাবাজি, অগ্নি সন্ত্রাস বা অস্ত্র দিয়ে সন্ত্রাসী করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ অস্ত্রের জবাব জণগণকে দিয়েই দিবে। সেজন্য সকল নেতাকর্মীদের এক হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কোনভাবেই তাদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button