আন্তর্জাতিক

কসোভোতে হামলায় পুলিশ নিহত

কসোভোর একটি গ্রামে হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। অতর্কিত এই হামলার কয়েক ঘন্টা পর অন্তত ৩০ বন্দুকধারীকে ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় সার্বিয়াকে দায়ী করছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
রোববার দেশটির স্থানীয় সময় ভোরে এই হামলা হয়। রাজধানী প্রিস্টিনা থেকে গ্রামটি ৫৫ কিমি (৩৫ মাইল) উত্তরে। ভারী অস্ত্র নিয়ে মুখোশধারীরা টহলরত পুলিশের ওপর এই হামলা চালায়।
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কুর্তি বলেন, বানজস্কা গ্রামে অন্তত ৩০ জন সশস্ত্র সন্ত্রাসী রয়েছে। তাদেরকে পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।
কুর্তি তাঁর ফেসবুকে লেখেন, ‘সংগঠিত অপরাধীরা বেলগ্রেড সমর্থিত। তারা আমাদের রাষ্ট্রে আক্রমণ করেছে।’
এদিকে কসোভো পুলিশ জানিয়েছে, লাইসেন্স ও নম্বরপ্লেট বিহীন দুটি ট্রাক গ্রামের প্রবেশ পথের একটি সেতু অবরুদ্ধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। কিন্তু আক্রমণকারীরা বিভিন্ন অবস্থান থেকে হাতবোমা নিক্ষেপ ও গুলি চালাচ্ছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button