চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি’র সাথে আরব আমিরাত প্রবাসীদের মতবিনিময়
মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ
পবিত্র হজ্ব পালনের পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সংযুক্ত আরব আমিরাতের হাটহাজারী প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেন।
কমিউনিটির নেতা ও শারজাহ সমিতির সহসভাপতি হাঠাজারী সন্তান ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এম এ সালাম। এ ছাড়া সভায় বিশেষ অতিথি আলহাজ্ব আবু জাফর সাবেক প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, শারজাহ সমিতির সহসভাপতি শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে হাটহাজারীতে আওয়ামী লীগের দলীয় এমপি না থাকায় অনেক উন্নয়নমুখী কাজ থেকে পিছিয়ে আছে চট্রগ্রাম হাঠাজারীবাসী। আগামীতে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এম এ সালামকে জয়যুক্ত করে আমরা সালাম সাহেবের জনপ্রিয়তাকে প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনার কাছে প্রমাণ করে দিব বলে উপস্তিত সবাই ঐক্যবদ্ধ হন।