খেলা

শ্রীলঙ্কায় ফের দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

এশিয়া কাপের সুপার ফোরের একটি ম্যাচ এখনো বাকি আছে টাইগারদের। আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের দল। এর আগে আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। তবে তার সঙ্গে দল ছেড়ে দেশে এসেছিলেন সাকিবও। ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁচ দিনের বিরতি ছিল টাইগারদের। তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সবার তিন দিনের ছুটি ঘোষণা করেছিলেন। এই অবসরেই দেশে ফিরেছিলেন বিশ্বসেরা অলরাউন্দার।
এদিকে ছুটি কাটিয়ে আজ ফের শ্রীলঙ্কায় পৌঁছেছেন অধিনায়ক সাকিব। তিনি আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামীকাল অনুশীলন শেষে শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। কেননা ইতিমধ্যেই ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে তারা।
এদিকে সাকিব ও মুশফিকের একই সাথে শ্রীলঙ্কা ফেরার কথা ছিল। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মিস্টার ডিপেন্ডেবলকে পাবে না বাংলাদেশ। কদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। তাই স্ত্রী এবং নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়িয়ে নিয়েছেন মুশফিক। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনূস।

Related Articles

Leave a Reply

Back to top button