বিনোদনসাহিত্য ও বিনোদন

দক্ষিণী সিনেমার অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায়, দক্ষিণী সিনেমার অভিনেত্রী অপর্ণা নায়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কর্নাটকের করমনা এলাকার বাসিন্দা ছিলেন অভিনেত্রী অপর্ণা। তার নিথর দেহ উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাত তাকে মৃত বলে ঘোষণা করে। তার এই মৃত্যুতে ইতোমধ্যেই তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর কারণে মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন অপর্ণা। অভিনেত্রীর স্বামী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে তারা।

জানা গেছে, যখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন বাড়িতেই ছিলেন তার মা ও বোন। তবে তদন্ত চলছে। শেষ হলেই বলা যাবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অপর্ণা এক পরিচিত নাম। তার অভিনীত উল্লেখযোগ্য সিরিয়ালের নাম ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’। এসব সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। ব্যক্তিজীবনে স্বামী ও দুই কন্যা নিয়ে সংসার ছিল তার।

Related Articles

Leave a Reply

Back to top button