খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা আজ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা আজ। ১০ বছর ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হয় না। শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চির বৈরী প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান।

বিশ্বকাপের আগে মহাদেশীয় লড়াইয়ে এই দুই দলের খেলা দেখতে উন্মুখ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।

এদিকে, আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয় দিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে বাবর আজমের দল। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ মিশন।

সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পরস্পর দেখা হয়েছিল এ দুই দলের। সেই ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও, দুই দলের লড়াইয়ে সমীকরণ কেবলই সংখ্যা মাত্র।

যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের ভেন্যুতে, এমনটিই জানিয়েছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে, বৃষ্টির বাধা ঠেলে দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষাতেই আছে ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Back to top button