আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ (শনিবার) ঢাকার অবস্থান চতুর্থ। সকাল ৮টা ৪৫ মিনিটে, বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী রাজধানীর স্কোর ১৫৪। যা বায়ুর মান অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর তালিকার শীর্ষে রয়েছে। ১৫৯ এবং ১৫৫ স্কোর নিয়ে তালিকার ২য় এবং ৩য় স্থান যথাক্রমে পাকিস্তানের লাহোর শহর এবং মালয়েশিয়ার কুয়ালামপুর শহর রয়েছে।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। এর ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বায়ুর ক্রমবর্ধমান দূষণের কারণে স্বাস্থ্যের ওপর যে বিপজ্জনক প্রভাব পড়ছে সে বিষয়ে সতর্ক করা হয়।
প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।