রাজনীতি
শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: কাদের
টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার কীর্তি মুছে দেওয়ার চক্রান্ত চলছে এবং দেশে একটি অস্বাভাবিক সরকার বসানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দেশ বাঁচাতে খেলা হবে। গণতন্ত্র বাঁচাতে খেলা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুত হয়ে যান। নির্বাচনের আর বেশি সময় নেই। আচরণ সংযত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির সাবেক এই সভাপতি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, কোথায় গেল আন্দোলন? ১০ ডিসেম্বর নাকি আমাদের ক্ষমতা চলে যায়। এখন কী হবে? সেই আন্দোলন কী হলো? গোলাপবাগের গরুর হাটে মরে গেল। এখন আর পদযাত্রায় কাজ হয় না। তাই এখন কালো পতাকা নিয়ে মিছিল করে।
বিজয় আমাদের হবেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে। আমাদের কোনো ভয় নেই।