প্রবাসে

প্রবাসীদের পেনশন স্কিমকে স্বাগত জানিয়েছেন দুবাই প্রবাসীরা

সার্বজনীন পেনশন স্কিমকে স্বাগত জানিয়েছে দুবাই প্রবাসীরা। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই স্বাগত জানান তারা।

আরিফুর রহমান (ফাস্ট সেক্রেটারি প্রেস) এর সঞ্চলনায় কনসাল জেনারাল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে আরব আমিরাতে অবস্থিত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কনসাল জেনারাল বি এম জামাল হোসেন বলেন, ‘‘একটি মহল সরকারের এই সার্বজনীন পেনশন স্কিমকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যা একেবারেই এই স্কিমের বিপরীত। তাই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকারের পেনশন স্কিমকে তুলে ধরে এই মহৎ উদ্যোগকে প্রচার-প্রসারনার জন্য আহবান জানান তিনি।

জাতীয় পেনশন কতৃপক্ষ অর্থ বিভাগ যে চারটি পেনশন স্কিম চালু করেছে তার মধ্যে প্রবাসীদের “প্রবাস” নামে পেনসন স্কিম প্রথমে রাখা হয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button