জাতীয়

নির্বাচনের আগে ইসির ৩৩ কর্মকার্তার পদোন্নতি

আসন্ন নির্বাচনের আগেই কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন সচিবলয়ের ৩৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। তাদের মধ্যে ৯ জনকে চতুর্থ গ্রেডে, ১১ জনকে পঞ্চম গ্রেডে ও ১৩ জনকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।
তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও তিন পদে সাতজন পদোন্নতি পাননি।
মঙ্গলবার (২৯ আগস্ট) পদোন্নতি সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে তাদের পদোন্নতি দেওয়া হয়।
এ বিষয়ে গণমাধ্যমে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব পদ শূন্য ছিল সেসব পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রেডেশন তালিকায় থাকার পরও যারা পদোন্নতি পাননি, তাদের প্রত্যেকের কিছু না কিছু যৌক্তিক কারণ ছিল।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, উপসচিব বা সমমর্যাদার পদে তিন বছর চাকরি করলে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার বিধান রয়েছে। ওই কর্মকর্তারা ২০১৮ সালের ৪ অক্টোবর সর্বশেষ উপসচিব বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন। ২০২১ সালের ৫ অক্টোবর থেকে তারা এ পদে যোগ্য হলেও প্রায় দুই বছর পর পদোন্নতি পেলেন।
জানা যায়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ২০১৬ সাল থেকেই পঞ্চম গ্রেডে পদোন্নতির যোগ্য হন। গত সাত বছর ধরে তাদের পদোন্নতি ঝুলেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button