আদালতে ফাইল ছুঁড়ে মারার ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরূদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের
ফারজানা আফরিন:
হাইকোর্টের এজলাসে বিচারকদের দিকে ফাইল ছুঁড়ে মারার ঘটনায় বিএনপি সমর্থক আইনজীবীদের বিরূদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
আইনজীবী নাহিদ সুলতানা যুথি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে এই আবেদন করেন। এ সময় প্রধান বিচারপতি জানান বেঞ্চ পুনর্গঠনের প্রয়োজন আছে বিধায় আজ এটি শুনতে পারবেন না তারা।
সোমবার (২৮ আগস্ট) হাইকোর্টে আওয়ামী লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে বিচারপতিদের দিকে কজ লিস্ট ছুঁড়ে মারার ঘটনা ঘটে। সে সময় এজলাস ছেড়ে নেমে চলে যান দুই বিচারপতি। এর প্রায় সাড়ে তিন ঘন্টা পর এজলাসে আসেন তারা। পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় আদালতে।
আইনের চোখে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সরানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই হট্টগোলের সৃষ্টি হয়।
এরই মধ্যে দুই বিচারপতি ফাইল ছুঁড়ে মারার বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করেছেন বলে অফিস সূত্রে জানা গেছে।