মনে হয় আমরা অনেক দূর যেতে পারব: সাকিব
৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ খেলতে, রোববার কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট টিম।
এর আগে, আজ শনিবার সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, আলাদা কোনো লক্ষ্য নেই, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। আপাতত বিশ্বকাপ নয়, ভাবছেন শুধু এশিয়া কাপ নিয়ে।
প্রস্তুতি কেমন হলো? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সবার খুব ভালো প্রস্তুতি হয়েছে। এবাদতের ইনজুরি কিছুটা সেটব্যাক। কারণ সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। তারপরও আমার কাছে মনে হয় যে ধরনের প্রস্তুতি এবং যে স্কোয়াড হয়েছে, মনে হয় অনেক দূর যেতে পারব। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই।’
সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা ভালো রান পায়। এবারও তেমন কিছুই হবে। এ জন্য বেশ চ্যালেঞ্জ থাকবে বোলারদের সামনে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
এর আগে শিষ্যদের প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। পরবর্তী সাতদিন আমরা কাজ করেছি তাদের স্কিল নিয়ে। যেখানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’